রাবির মাটি থেকে আরও ৪টি মর্টার শেল উদ্ধার

প্রকাশিত: মে ২০, ২০২১; সময়: ৬:২৮ অপরাহ্ণ |
রাবির মাটি থেকে আরও ৪টি মর্টার শেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) খননকৃত পুকুরের মাটি থেকে আরও ৪টি মর্টার শেল পাওয়া গেছে। রাবির পুকুরের খননকৃত মাটি কিনে জমিতে ফেলেছিলেন নগরীর পশ্চিম বুধপাড়া এলাকার বাসিন্দা মুংলা। বৃহস্পতিবার বিকেলে সেখানে ৪টি মর্টার শেল পাওয়া গেছে।

জমির মালিক মুংলা জানান, তার নিচু জমি উঁচু করার জন্য তিনি রাবির পুকুরের খননকৃত মাটি কিনেছিলেন। ১ হাজার ১০০ টাকা দরে মোট ৪০ ট্রাক মাটি কেনেন তিনি। সেই মাটি জমিতে মাসখানেক ফেলে রাখেন। এরপর পাওয়ার টিলার দিয়ে সেই মাটি চাষ করেন। বৃহস্পতিবার বিকেলে উঁচুনিচু মাটিগুলো সমান করার সময় সেখান থেকে চারটি মর্টার শেল দেখতে পান।

মতিহার থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে খননকৃত মাটি নিয়ে যাওয়া হয়েছিল নগরীর বুথপাড়া এলাকায়। সেখান থেকে চারটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানানা, মর্টার শেলগুলো দেখতে মানুষজন ভিড় করছেন, তাই এগুলো সংরক্ষণে রাখা হয়েছে। ইতোমধ্যে মর্টার শেল উদ্ধারের বিষয়ে সেনাবাহিনীকে জানানো হয়েছে। এছাড়াও লিখিতভাবে জানানোর প্রক্রিয়া চলমান রয়েছে। শুক্রবারের মধ্যে সেগুলো নিস্ক্রিয় করার চেষ্টা চলছে। তবে শুক্রবার না হলে শনিবারে সেগুলো নিস্ক্রিয় করা হবে বলে জানান তিনি।

এর আগে ২৭ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি এলাকার সেই পুকুর থেকে একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছিল র‍্যাব-৫ এর একটি দল। পরদিন সেনাবাহিনীর বোমা নিস্ক্রিয়কারী দল সেটি নিস্ক্রিয় করে। এর তিন দিন পর ৩০ এপ্রিল একই স্থান থেকে আরও দুটি মর্টার শেল ও একটি রকেট লঞ্চার উদ্ধার করা হয়।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বধ্যভূমির পাশেই শহীদ শামসুজ্জোহা হলে পাকিস্তানি হানাদারদের ক্যাম্প ছিল। এই মর্টার শেলগুলো যুদ্ধকালীন সময়ের বলে তাদের ধারণা।

  • 198
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে