রামেক হাসপাতালে এক রাতে ৫ জনের মৃত্যু

প্রকাশিত: মে ২০, ২০২১; সময়: ৮:৩২ অপরাহ্ণ |
রামেক হাসপাতালে এক রাতে ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে এক রাতে ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জনই মারা গেছেন করোনা শনাক্ত হয়ে। আর বাকি দুইজন উপসর্গ নিয়ে মারা গেছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতের বিভিন্ন সময় তাদের মৃত্যু হয় বলে জানান, হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস। তিনি জানান, বর্তমানে করোনা ওয়ার্ডে ১১৮ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকি ৮৪ জন করোনা উপসর্গ রয়েছে।

তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন মোট ১৪ জন। মৃতদের মধ্যে হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে দুইজন, ২৫ নম্বর ওয়ার্ডে একজন ও আইসিইউতে এক দুইজনের জনের মৃত্যু হয়েছে বলে জানান ডা. সাইফুল ফেরদৌস।

হাসপাতাল সূত্রে আরো জানা যায়, নতুন করে ১৬ নম্বর ওয়ার্ডে করোনা রোগীদের জন্য আরো ৩২ টি বেড চালু করা হচ্ছে। আর আইসিইউতে ১০ টি বেড যুক্ত করা হবে কয়েকদিনে মধ্যে।

  • 187
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে