রাজশাহী হাসপাতালে করোনায় আরও ২ জনের মৃত্যু

প্রকাশিত: মে ২১, ২০২১; সময়: ১২:৪৯ অপরাহ্ণ |
রাজশাহী হাসপাতালে করোনায় আরও ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন রোগির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে তারা মারা যান। এদের মধ্যে একজনের করোনা পজেটিভ ছিল। অপরজন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। নমুনা সংগ্রহ করে পরীক্ষার আগে তিনি মারা যান বলে জানান হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

তিনি জানান, বর্তমানে করোনা ওয়ার্ডে ১৩৫ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকিদের করোনা উপসর্গ রয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়াও করোনা আক্রান্তদের মধ্যে আইউসিইউতে রয়েছেন ১২ জন।

এদিকে, ২৪ ঘণ্টায় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে চার জন করোনা আক্রান্ত রোগির মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতে একজন ও চাঁপাইনবাবগঞ্জে তিনজন মারা গেছেন। শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৫২৪ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ৩০৮ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৭৮ জন মারা গেছেন রাজশাহীতে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ২৫ জন, নওগাঁয় ৩৭ জন, নাটোরে ২০ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২৩ জন এবং পাবনায় ২২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিভাগে নতুন ১৬৫ জন রোগী শনাক্ত হয়েছেন।

এ দিন বিভাগের ৮৩ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৪৯৫ জন। এদের মধ্যে ৩০ হাজার ৫৫৯ জন সুস্থ হয়েছেন। রাজশাহী বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৭৫১ জন কোভিড-১৯ রোগী।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে