পুঠিয়ায় রাস্তায় মাটি ফেলে রাখায় তিনজনকে ৬ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: মে ২১, ২০২১; সময়: ১০:০৬ অপরাহ্ণ |
পুঠিয়ায় রাস্তায় মাটি ফেলে রাখায় তিনজনকে ৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া বাজার সংলগ্ন মিনি বিশ্বরোডে মাটি ফেলে কর্দমাক্ত করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার করা হয়েছে। এ সময় ৩ জনকে মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড বা অনাদায়ে প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। একজনকে দুই লাখ টাকা করে তিনজনকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। শুক্রবার (২১ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া বাজার এলাকায় এঘটনা ঘটে।

আসামিরা হলেন, পুঠিয়ার মোল্লাপাড়ার বনকুড়ি এলাকার নুরুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (৫২), খোকসা গ্রামের মৃত হাসেমের ছেলে নাহিদ ইসলাম (৩২) ও খোকসা গ্রামের জালাল উদ্দিনের ছেলে সোহরাব হোসেন (৩১)। স্থানীয়ভাবে জানা গেছে, দীর্ঘদিন থেকে ঐ এলাকায় পুকুর খননসহ আবাদি জমি ধ্বংস করে রাস্তার পাশে মাটি রাখা হয়েছে।

ভোক্তভুগিরা স্থানীয়রা জনপ্রতিনিধি ও প্রশাসনকে জানিয়েছে। রাস্তার পাশে মাটিগুলো বৃষ্টির পানিতে গড়ে গোটা রাস্তায় কাঁদা হয়ে থাকে। এর কারণে পাকা রাস্তা গুলো নষ্ট হয়ে যাচ্ছে ও মাঝে মাঝে সড়ক দুঘর্টনা ঘটছে। স্থানীয় প্রশাসন কয়েকবার মাটিগুলো সরানোর জন্য নির্দেশনা দেয়। কিন্তু মাটিগুলো সরানো হয়নি।

পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাই মোহাম্মদ আনাস জানান, মাটিগুলো থাকার কারণে উপজেলার বিভিন্ন জায়গায় রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বার বার তাদের মাটি সরানোর জন্য প্রশাসনের পক্ষে থেকে বলা হয়েছে। যারা রাস্তার ক্ষতি করবেন, তাদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

  • 483
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে