রাজশাহীতে আন্তর্জাতিক জীব বৈচিত্র দিবস পালন

প্রকাশিত: মে ২২, ২০২১; সময়: ৩:২৪ অপরাহ্ণ |
রাজশাহীতে আন্তর্জাতিক জীব বৈচিত্র দিবস পালন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে আন্তর্জাতিক জীব বৈচিত্র দিবস পালিত হয়েছে। শনিবার দিবসটি উপলক্ষে রাজশাহী জীব বৈচিত্র সংরক্ষণ জোটের উদ্যোগে মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় জীব বৈচিত্র রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহবান জানানো হয়।

এ সব কর্মসূচিতে সভাপতিত্ব করেন জোটের আহবায়ক ডা. মাহফুজুর রহমান রাজ। মানববন্ধন পরিচালনা করেন রায়হান হালিম। এতে বক্তব্য রাখেন, বিশিষ্ট পাখি বিশারদ হাসনাত রনি, নারী নেত্রী এডভোকেট ফাতেমা মিতা, গ্রীন ভয়েজ এর পক্ষে ডা. সালেহীন সাকিব, পরিবর্তন চাই এর উপদেষ্টা আতিকুর রহমান লাবু, খেলাঘরের সেলিম মনোয়ার, সামাজিক ন্যায়বিচারের আহবায়ক মাহবুব জামান ও সৈয়দ আহমেদ বাবলা, তারুণ্যের শক্তির পক্ষে এম এ মালেক তুহিন প্রমূখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাধীনতা চর্চা কেন্দ্রের নেতা রকি ইসলাম সাদেকুল আলম, বিপুল রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ । মানববন্ধন শেষে বৃক্ষরোপন করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে