দুর্গাপুরে প্রধানমন্ত্রীর ‘স্বপ্ননীড়’ পেলো ১৫ ভূমিহীন পরিবার

প্রকাশিত: মে ২২, ২০২১; সময়: ৫:৫৪ অপরাহ্ণ |
দুর্গাপুরে প্রধানমন্ত্রীর ‘স্বপ্ননীড়’ পেলো ১৫ ভূমিহীন পরিবার

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর : আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার এই প্রতিপাদ্য সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ দ্বিতীয় পর্যায়ে রাজশাহী দুর্গাপুর উপজেলার ভূমিহীন ১৫ টি পরিবারের মাঝে ঘর প্রদান করা হয়েছে।

শনিবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো: হুমায়ূন কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমিহীন পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন। প্রধান অতিথি ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল জলিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম।

উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মহসীন মৃধা, সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসাইন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

পরে অতিথিরা উপজেলাযর ভূমিহীন পরিবারের মাঝে ২য় কিস্তিতে প্রদত্ত মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ঘরসমূহ পরিদর্শন করেন।

  • 33
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে