দুর্গাপুরে করোনা আক্রান্ত হয়ে রামেক হাসাপাতালে নারীর মৃত্যু

প্রকাশিত: মে ২৪, ২০২১; সময়: ১১:৩৫ পূর্বাহ্ণ |
দুর্গাপুরে করোনা আক্রান্ত হয়ে রামেক হাসাপাতালে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। অপরদিকে আরও ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানা গেছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) ও দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। রামেক হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ও-ই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসাপাতালের দায়িত্বরত অফিসার ডাঃ তাপস।

রামেক হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শরীরে হালকা জ্বর ও সর্দি নিয়ে গত ৮ মে বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হন উপজেলার আব্দুর রশিদ এর স্ত্রী সাহিদা বেগম (৪২)। এরপর সাহিদা বেগমের শারীরিক অবস্থার অবনতি ও শ্বাসকষ্ট দেখা দিলে হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সাড়ে তিনটার দিকে সাহিদা বেগম মারা যান। পরবর্তীতে স্বাস্থ্যবিধি মেনে মরদেহ তার স্বজনদের মাধ্যমে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে।

অপরদিকে, দুর্গাপুর উপজেলার বিভিন্ন গ্রামে আরও ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানা গেছে। করোনাভাইরাস শনাক্ত ব্যক্তিরা হলেন, উপজেলার শ্যামপুর গ্রামের বিপ্লব হোসেন (২৪) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসের স্টাফ মিজানুর রহমান (৪৩) মাহেন্দ্র জাগিরপাড়া গ্রামের আব্দুল করিম (৩৫) ও উজালখলসী গ্রামের শামছুল মণ্ডলের স্ত্রী শহিদা বেগম (৬০)।

দুর্গাপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মহসীন মৃধা জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তির মরদেহ স্বাস্থ্যবিধি মেনে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে দাফনকাজ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে