তিন দফা দাবিতে আইডিইবি’র প্রতিবাদ সভা

প্রকাশিত: মে ২৫, ২০২১; সময়: ৫:৫৪ অপরাহ্ণ |
তিন দফা দাবিতে আইডিইবি’র প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) এ সৃষ্ট অসামঞ্জস্যতা বিভিন্ন দাবিতে ভার্চ্যুয়াল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) রাজশাহী বিভাগের উদ্যোগে সোমবার দিবাগত রাত পৌনে ৮টা থেকে গভীর রাত পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়।

সম্প্রতি প্রকাশিত তিন দফা দাবিতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় এ ভার্চ্যুয়াল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

আইডিইবি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি প্রকৌশলী কবির উদ্দিন এর সভাপতিত্বে আইডিইবি রাজশাহীর সভাপতি প্রকৌশলী আমিনুল হক সভা সঞ্চালনা করেন।

প্রায় পাঁচ ঘন্টাব্যাপী চলমান আলোচনা সভায় বক্তাগণ বলেন, দেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হলে জাপান, মালয়েশিয়ার মত উন্নত দেশের ন্যায় বাংলাদেশেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত মানের উন্নয়ন করতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থান ও পদমর্যাদা বৃদ্ধি করা অত্যন্ত জরুরী। এছাড়াও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরির উপর নির্ভরশীলতা কমিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহজ শর্তে সরকারি ঋণ ও প্রকল্প সহায়তা প্রদান করতে হবে।

তারা আরো বলেন, প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ সম্পূর্ণভাবে বাস্তবায়ন করার ক্ষেত্রে প্রতিটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অগ্রণী ভুমিকা রাখতে সক্ষম। এজন্য সরকারের প্রতি আইডিইবি সদস্য প্রকৌশলীদের জোর দাবি হলো বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি)- ২০২০ সংশোধন করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এখতিয়ার বৃদ্ধি করা।

বক্তারা বলেন শেখ হাসিনা সরকারের আমলে দেশ এখন উন্নয়নে মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এমন সময় লাখ লাখ পরিবারের স্বপ্নের সন্তান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কাজের পরিধি সংকুচিত করা হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক ও হতাশার। আমরা আশা করছি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যারর সমাধান হবে অবিলম্বে।

ভার্চ্যুয়াল এ আলোচনা সভায় অংশ নেন আইডিইবি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি এ কে এম এ হামিদ, সাধারণ সম্পাদক শামসুর রহমান, আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সিনিয়র সদস্য প্রকৌশলীবৃন্দ রাজশাহী বিভাগের সকল জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, আইডিইবি রাজশাহীর অর্থ সম্পাদক প্রকৌশলী মো. আবু বাশির, বিভিন্ন সার্ভিস এসোশিয়েশন এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্য প্রকৌশলীবৃন্দ সংযুক্ত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে