বাঘায় চুরি যাওয়া ১২টি মহিষ উদ্ধার, আটক ১

প্রকাশিত: মে ২৫, ২০২১; সময়: ৯:৩২ অপরাহ্ণ |
বাঘায় চুরি যাওয়া ১২টি মহিষ উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় ১৭ লাখ টাকা মূল্যের চুরি যাওয়া ১২টি মহিষ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মে) পুঠিয়া উপজেলার বারইপাড়া গ্রামের একটি আম বাগান থেকে মহিষগুলো উদ্ধার করা হয়।

পুঠিয়া থানার সহযোগিতায় মহিষগুলো উদ্ধার করে বাঘা থানা পুলিশ। ঘটনার সাথে জড়িত জাহাঙ্গীর হোসেন নামের এক রাখালকেও আটক করা হয়েছে।

মহিষের মালিক আশরাফ খামারু জানান, উপজেলার পলাশী ফতেপুর চরে তার মহিষের খামার (বাথান) রয়েছে। সোমবার (২৪ মে) রাতে সেখান থেকে মহিষগুলো চুরি হয়ে যায়। কয়েক মাস আগে মহিষগলো ক্রয় করে পদ্মার চরে খামার করেছেন। সেই খামারে মহিষের রাখাল হিসেবে দায়িত্ব দেয়া ছিল একই গ্রামের জাহাঙ্গীর হোসেনকে। তার পিতার হাশেম খামারু। কাজের অনিয়মের কারণে জাহাঙ্গীর হোসেনকে বাদ দিয়েছেন। পরে সেই রাখাল জাহাঙ্গীর হোসেন আমার সাখে প্রতারণা করে মহিষগুলো চুরি করে নিয়ে যায়। ওই রাতেই চুরির বিষয়টি রাজশাহী পুলিশ সুপারকে মুঠো ফোনে অবগত করেন। ১২টি মহিষের মূল্যে প্রায় ১৭ লাখ টাকা বলে দাবি করেন তিনি।

পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় তারা অভিযান শুরু করেন। তাদের সাথে মালিক পক্ষের লোকজন খুঁজতে থাকেন। তারা জানতে পারেন, পুঠিয়ার বারইপাড়া গ্রামের একটি আম বাগানে মহিষ গুলোকে চরানো (ঘাস খাওয়ানো) হচ্ছে। তারপর পুঠিয়া থানার সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে মহিষগুলো উদ্ধার করা হয়। এ সময় রাখাল জাহাঙ্গীর হোসেনকেও আটক করা হয়েছে।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, চুরি হওয়া ১২টি মহিষ উদ্ধারসহ রাখাল জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়েছে। এর সাথে জড়িতদের আটক অভিযান অব্যাহত রয়েছে।

  • 114
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে