রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে একদিনে ১৮২ জন করোনা আক্রান্ত

প্রকাশিত: মে ২৫, ২০২১; সময়: ১১:৫৮ অপরাহ্ণ |
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে একদিনে ১৮২ জন করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুটি ল্যাবে নমুনা পরীক্ষার পর ১৮২ জনের করোনা শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ ( রামেক) হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের রিপোর্ট পজিটিভ আসে।

আর রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ৩৫৩ জনের নমুনা পরীক্ষা পর পজিটিভ এসেছে ১৭১ জনের। রাতে তাদের ফলাফল প্রকাশ করা হয়।

মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুটি ল্যাবে আজ মোট ৪৪৭ জনের নমুনা পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ১৮২ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

তিনি বলেন, রাজশাহী জেলায় ২৩৫ জনের নমুনা পরীক্ষায় ৫১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। আর চাঁপাইনবাবগঞ্জে ২১২ জনের নমুনা পরীক্ষা করে ১৩১ জন আক্রান্ত হয়েছে। ল্যাব দুটিতে ২৬৫ জনের নমুনা নেগেটিভ এসেছে।

  • 660
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে