চাঁপাইনবাবগঞ্জে আরও একজনের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত

প্রকাশিত: মে ২৬, ২০২১; সময়: ৯:১০ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে আরও একজনের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারত ফেরত যাত্রীদের মধ্যে আরও একজনের শরীরে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তির নাম মানিক। তিনি ঠাকুরগাঁও জেলার সোনামুখি গ্রামের হাকিমের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী রাত সাড়ে ৮টার দিকে এ প্রতিবেদককে জানান, ভারত ফেরত আরেকজনের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে ভারতীয় ভ্যারিয়েন্টে ২ জন আক্রান্ত হলেন। এর আগে গত ২২ মে রাজশাহীর আব্দুস সাত্তার নামে একজন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হন।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে আটকে পড়া বাংলাদেশী যাত্রীরা ফিরতে শুরু করেছেন। গত বৃহস্পতিবার দ্বিতীয় দিনে এ বন্দর দিয়ে ১১ জন যাত্রী বাংলাদেশে এসেছেন। ভারত ফেরতদের সবাইকে সদর উপজেলার একটি আবাসিক হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এর আগে গত ১৯ মে (বুধবার) ভারতে আটকে পড়া ২৪ বাংলাদেশী যাত্রী এ বন্দর দিয়ে প্রবেশ করেন। তারাও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন।

ভারত ফেরতরা সবাই করোন নেগেটিভ সনদ নিয়ে দেশে এসেছেন। তাদের কারো দেহে অস্বাভাবিক তাপমাত্রা না থাকলেও সকলের নমুনা সংগ্রহ করা হয়। তাদের শরীরে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কিনা তার জন্য নমুনা পরীক্ষা করা হয়। এতে দুইজনের শরীরে এ ভ্যারিয়েন্ট শনাক্ত হয়।

  • 881
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে