গোদাগাড়ীতে গৃহ উপকারভোগিদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

প্রকাশিত: মে ২৯, ২০২১; সময়: ৪:২৫ অপরাহ্ণ |
গোদাগাড়ীতে গৃহ উপকারভোগিদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর  গোদাগাড়ীতে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনে গৃহ নির্মাণ কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে গোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক বাস্তবায়নাধীন গ্রামীণ অবকাঠামো রক্ষণবেক্ষণ (টি,আর) কর্মসূচীর আওতায় দুর্যোগ সহনীয় বাসগৃহ প্রকল্পের উপকারভোগীদের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর। গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. জানে আলম’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন ডিডিএলজি সাহানারা আখতার জাহান, এডিসি (জেনারেল) মুহাম্মদ শরিফুল হক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মো. আমিনুল হক, সহকারী কমিশনার (ভুমি) মোছা. তাছমিনা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী মো. আবু বাশির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ, গোগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান, দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী মো. আবু বাশির জানান, এই উপজেলায় সাত কোটি ৬৫ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে ৪০৩টি বাড়ি নির্মাণ করা হচ্ছে। যার নির্মাণ কাজ শেষের পথে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে