পবায় এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের অর্থায়নে নির্মিত গৃহের চাবি হস্তান্তর

প্রকাশিত: মে ২৯, ২০২১; সময়: ৪:৪৩ অপরাহ্ণ |
পবায় এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের অর্থায়নে নির্মিত গৃহের চাবি হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবায় মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে নির্মাণকৃত গৃহের চাবি হস্তান্তর করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার দামকুড়া ইউনিয়নে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের অর্থায়নে নির্মিত গৃহের চাবি হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর।

পবা উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতারের পরিচালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিডিএলজি সাহানারা আখতার জাহান, এডিসি (জেনারেল) মুহাম্মদ শরিফুল হক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মো. আমিনুল হক, সহকারী কমিশনার (ভুমি) শেখ মো. এহেসান উদ্দীন, দামকুড়া ইউপির চেয়ারম্যান আব্দুস সালাম প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে