পবার হরিয়ান ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

প্রকাশিত: মে ২৯, ২০২১; সময়: ৫:৪০ অপরাহ্ণ |
পবার হরিয়ান ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে পরিষদের হলরুমে আয়োজিত সুধীসমাবেশে ইউনিয়ন সচিব ওবায়দুল্লাহ ১ কোটি ১০ লাখ ৬৪ হাজার ৪৬০ টাকার বাজেট ঘোষণা করেন। যার মধ্যে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১০ লাখ ৫০ হাজার ৪৬০ টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ১৪ হাজার টাকা।

ইউনিয়নের চেয়ারম্যানের মফিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে বাজেট সভায় উপস্থিত ছিলেন হরিয়ান ইউনিয়নের সদস্যবৃন্দ, শিক্ষক, ইমামসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ। ইউনিয়নে কৃষি, বিশুদ্ধ পানি সরবরাহ, শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন, রাস্তাঘাট মেরামত ও উন্নয়ন খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে