ডিকেডি-২ চূড়ায় রাসিকের লোগো প্রদর্শনের ছবি মেয়রকে উপহার

প্রকাশিত: মে ২৯, ২০২১; সময়: ৬:৪৬ অপরাহ্ণ |
ডিকেডি-২ চূড়ায় রাসিকের লোগো প্রদর্শনের ছবি মেয়রকে উপহার

নিজস্ব প্রতিবেদক : ভারতের উত্তরাখণ্ড অঞ্চলের গারওয়াল হিমালয়ের দ্রুপদী কা ডান্ডা-২ (ডিকেডি-২) এর চূড়ায় রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) লোগো প্রদর্শন করেছেন পর্বতারোহী শাহাদত হোসেন সরকার।

রাসিকের লোগো প্রদর্শনের সেই ছবি শনিবার দুপুর ২টায় নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের হাতে তুলে দেন তিনি। দ্রুপদী কা ডান্ডা-২ এর চূড়ায় রাসিকের লোগো প্রদর্শন করায় পর্বতারোহী শাহাদত হোসেনকে আন্তরিক ধন্যবাদ জানান সিটি মেয়র।

শাহাদত হোসেন সরকার মহানগরীর ২১নং ওয়ার্ডের শিরোইল কলোনীর এইচএম নূরুল ইসলাম সরকারের ছেলে।

তিনি জানান, ৫ হাজার ৬৭০ মিটার উচ্চু দ্রুপদী কা ডান্ডা-২ এর চূড়ায় ২০১৯ সালের অক্টোবর মাসে পা দেন তিনি। রাজশাহীর প্রতি গভীর ভালোবাসা থেকে সেখানে তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের লোগো প্রদর্শন করেন। ২৯ মে আন্তর্জাতিক এভারেস্ট ডে উপলক্ষ্যে সেই ছবি রাসিক মেয়রকে উপহার দেন। ২০১৯ সালে দ্যা বেস ক্যাম্প বাংলাদেশের অ্যাম্বাসেডর ছিলেন বলে জানান তিনি।

ছবি উপহার প্রদানকালে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা উপস্থিত ছিলেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে