রাজশাহীতে অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ

প্রকাশিত: মে ৩০, ২০২১; সময়: ৪:১৩ অপরাহ্ণ |
রাজশাহীতে অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীতে অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠেছে। পুকুর ভরাট বন্ধের দাবিতে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন এলাকাবাসী।

আবেদন থেকে জানা গেছে, ভরাতব্য পুকুরটি নগরীর বোয়ালিয়া থানার প্রফেসরপাড়ার ফিরোজার বেওয়ার রেকর্ডিয় সম্পত্তি (পুকুর)। তিনি মারা যাওয়ায় জিয়াউল হক মুন্না দিগর ওই পুকুরের ওয়ারিশ হন। তাদের কাছে থেকে শাহ মখদুম থানার সপুরার বড়বনগ্রাম মাস্টারপাড়ার মৃত জেসারত মন্ডলের ছেলে গোলাম মোস্তফা বড়বনগ্রাম চকপাড়াস্থ পুকুরটি রেজিস্ট্রি বায়নানামা সূত্রে কেনেন।

গোলাম মোস্তফা পুকুরটি বায়নানামা রেজিস্ট্রির পরে অবৈধভাবে ভরাটের উদ্যোগ নেন। তিনি রাতারাতি ট্রাক করে মাটি এনে পুকুরটি ভরাট করছেন। এতে গভীর রাতে ট্রাকের বিকট শব্দে এলাকাবাসিকে নির্ঘম থাকতে হচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্ক ব্যক্তিদের খুবই অসুবিধা হচ্ছে। এরই মধ্যে তাদের শ^াসকষ্ট দেখা দিয়েছে। এছাড়াও ভরাটের ট্রাকের চাপায় একদিকে রাস্তার ব্যাপক ক্ষতি এবং অন্যদিকে পানির লাইন ভেঙ্গে গেছে। এতে পানিতে থাকা ময়লায় স্বাস্থ্যহানির আশঙকা দেখা দিয়েছে। স্থানীয় জনগণ ও মুসল্লীদের গোসল ও ওজু করতে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে। ওই পুকুর ভরাট করতে থাকায় সাধারণ মানুষের গোসল ও কিশোর-কিশোরীদের সাঁতার শেখার ক্ষেত্র থাকছে না। তাই এলাকাবাসী পুকুরভরাট বন্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছেন।

  • 96
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে