আমনুরাই শ্রমজীবি মানুষের মাঝে রোটারীর ত্রাণ বিতরণ

প্রকাশিত: মে ৩০, ২০২১; সময়: ৯:১৩ অপরাহ্ণ |
আমনুরাই শ্রমজীবি মানুষের মাঝে রোটারীর ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বরেন্দ্র অঞ্চল : সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলায় সাত দিনের বিশেষ লকডাউন চলছে। এর ফলে কর্মহীন হয়ে পড়েন জেলার হাজার হাজার মানুষ। শ্রমজীবি দরিদ্র মানুষের জীবনে চরম দুর্দশা নেমে এসেছে। এসব কর্মহীন ও শ্রমজীবি মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন।

এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরাতে শ্রমজীবি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে রবিবার বেলা ১১টার সময় আমনুরায় আনুঠানিকভাবে তাবিথা ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে তাবিথা ফাউন্ডেশনের উদ্যোগে রোটারী ক্লাব অব ঢাকা কারওয়ান বাজার ও রোটারী ক্লাব অফ পদ্মা রাজশাহীর সহযোগিতায় স্থানীয় ৩৫ জন শ্রমজীবিদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণের মধ্যে ১০ কেজি চাল, দুই কেজি ডাল, এক বোতল তেল ও মাস্ক ছিল।

ত্রাণ বিতরণ অনুঠানে সভাপতিত্ব করেন আমনুরা রোটারী কমিউনিটি কোরের উপদেষ্টা ও তাবিথা ফাউন্ডেশনের পরিচালক স্টেফান সরেন।

উপস্থিত ছিলেন আমনুরা আরসিসি’র সভাপতি প্রদীপ হেমব্রম ও সম্পাদিকা প্রমিলা হাঁসদা প্রমুখ।

অনুষ্ঠানে আরসিসি উপদেষ্টা উপস্থিত সকলকে সদস্যকে রোটারীর কারযক্রম সম্পর্কে উপস্থাপন করেন ও করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতন করা হয়। এছাড়াও পুরো অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় ছিলো ন্যাশনাল এজেন্সী ফর গ্রীণ রেভ্যুলিউশন (এনএজিআর)।

এসময় তাবিথা ফাউন্ডেশনের পরিচালক স্টেফান সরেন বলেন, আমনুরা রোটারী কমিউনিটি কোর ২০১৯ হতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁ জেলায় আমনুরা রোটারী কমিউনিটি সৃষ্টি করে এর মাধ্যমে এই এলাকায় আর্থ সামাজিক ও শিক্ষা উন্নয়ন নিয়ে কাজ করছে। গত বছর থেকে করোনাকাল থেকে এলাকার হতদরিদ্রদের খাদ্য সহায়তা,শিক্ষার্থীদের উপরকরণ, অসহায় নারীদের হাঁস, মুরগি, ছাগল, শিশুদের মধ্যে পুষ্টি খাবারসহ নানা পেশাজীবিদের এককালিন সহযোগিতা করে আসছেন।

  • 146
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে