বাগমারায় দাউদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন

প্রকাশিত: মে ৩০, ২০২১; সময়: ৮:৫২ অপরাহ্ণ |
বাগমারায় দাউদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের দাউদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করা হয়েছে। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচীর আওতায় দাউদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি নির্মান করা হচ্ছে। ৬৩ লক্ষাধিক টাকা ব্যয়ে ভবনটির নির্মান কাজ বাস্তবায়ন করছেন উপজেলা এলজিইডি।

রবিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন করেন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, হিসাবরক্ষক সিদ্দিকুর রহমান, সহকারী শিক্ষা অফিসার খলিলুর রহমান, রেজাউল কামাল মোহাম্মদ ফারুক, দাউদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, ম্যানেজিং কমিটির সভাপতি আজাদ রহমান, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, বীরমুক্তিযোদ্ধা ময়েজ উদ্দীন, ঠিকাদার আহাদ আলী, মাওয়ালা বজলুর রহমান, মাস্টার মজিবুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। বিদ্যালয়টির নির্মান কাজ শেষ হলে সুন্দর ভাবে লেখাপড়া করতে পারবে শিক্ষার্থীরা।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে