রাজশাহীতে করোনা শনাক্তের হার বেড়ে ৪৯

প্রকাশিত: মে ৩১, ২০২১; সময়: ৮:০৮ অপরাহ্ণ |
রাজশাহীতে করোনা শনাক্তের হার বেড়ে ৪৯

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় শনাক্তের হার। করোনা শনাক্তের হারে এবার চাঁপাইনবাবগঞ্জকেও পিছিয়ে ফেলেছে রাজশাহী।

সোমবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবের রাজশাহী জেলার ২৩১ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১১৩ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হারে যা দাঁড়ায় ৪৮ দশমিক ৯২ শতাংশ। রোববার রাজশাহীতে এ হার ছিলো ৩১ দশমিক ৩৬ শতাংশ। রোববার ২৮৭ জনের নমুনা পরীক্ষা করে ৯০ জন করোনা শনাক্ত হন।

অর্থাৎ একদিনের ব্যবধানে নমুনা পরীক্ষায় শনাক্তের হার বেড়েছে প্রায় ১৮ শতাংশ। রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবের ইনচার্জ ডা. সাবেরা গুল নাহার এ তথ্য নিশ্চিত করেছেন। সাবেরা গুল নাহার জানান, এদিন নওগাঁর ১৪০ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের দেশে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সোমবার পর্যন্ত হাসপাতালে ২০৫ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন ছিলেন।গত এক সপ্তাহে হাসপাতালে করোনায় ও উপসর্গ নিয়ে ৫০ জনের মৃত্যু হয়েছে।

  • 494
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে