আমরা প্যালেস্টাইনি ভাইদের সঙ্গে সব সময়ই আছি: সংসদে প্রধানমন্ত্রী

প্রকাশিত: জুন ২, ২০২১; সময়: ৯:১৮ অপরাহ্ণ |
খবর > জাতীয়
আমরা প্যালেস্টাইনি ভাইদের সঙ্গে সব সময়ই আছি: সংসদে প্রধানমন্ত্রী

পদ্মাটাইমস ডেস্ক : ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় প্রাণহানির ঘটনাকে অমানবিক আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা বিভিন্ন সময় মানবতার এত কথা বলে কিন্তু এ সময় চুপ থাকে কেন? আন্তর্জাতিক অনেক সংস্থা এখন আর কথা বলে না কেন? সেটাই আমার প্রশ্ন। আমরা প্যালেস্টাইনি ভাইদের সঙ্গে সব সময়ই আছি।

বুধবার (২রা জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে শোক প্রস্তাবের উপর আলোচনায় এ কথা বলেন তিনি। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্যালেস্টাইনে যে ঘটনা ঘটেছে সেটা সত্যিই অমানবিক। আমরা এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানাই।

এদিকে, করোনা মহামারির দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার উল্লেখ করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে, একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের শুরুতে করোনায় নিহত সংসদ সদস্যসহ বিভিন্ন ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব আনা হয়। শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন সংসদ নেতা শেখ হাসিনাসহ বেশ কয়েকজন সংসদ সদস্য।

এসময় তারা এ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এবং আসলামুল হকসহ কয়েকজন সংসদ সদস্যের মৃত্যুতে গভীর শোক জানান। একইসাথে সমবেদনা জানান, নিহতদের শোকাহত পরিবারের প্রতি। পরে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে