চাকরি দেয়ার নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে ৭ জন গ্রেপ্তার

প্রকাশিত: জুন ২, ২০২১; সময়: ১০:০১ অপরাহ্ণ |
খবর > জাতীয়
চাকরি দেয়ার নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে ৭ জন গ্রেপ্তার

পদ্মাটাইমস ডেস্ক : প্রতারক ও জালিয়াতির অভিযোগে আলাদা ঘটনায় মোট ৭ জনকে গ্রেফতার করেছে সিআইডি। সকালে (২ জুন) সিআইডি ভবনে এক সংবাদ সম্মেলনে আসামিদের পরিচয় ও তাদের জালিয়াতির ধরন সর্ম্পকে ব্রিফ করা হয়।

প্রতারক চক্রের মূল হোতা মসিউর রহমান খান র্দীঘদিন ধরেই বড় বড় কোম্পানির কাছ থেকে পণ্যসামগ্রী কেনার পর নাম মাত্র টাকা পরিশোধ করে বাকি টাকা আত্মসাত করতো বলে জানা যায়। এভাবে ব্যবসায়ীদের সর্বশান্ত করে শতাধিক ব্যবসায়ীর ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছিল সে। তার বিরুদ্ধে ৯২টি মামলা রয়েছে।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ওমর ফারুক জানান, চাকরি দেয়ার নাম করে অর্থ নিয়ে প্রতারণার অভিযোগে আরো ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রেস ব্রিফিং এর সময় প্রতারণায় ভুক্তভোগীরাও সিআইডি অফিসে উপস্থিত ছিলেন বলে জানা যায়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে