স্মার্টফোন কেনার জন্য শিক্ষার্থীদের ঋণ দেবে ঢাবি

প্রকাশিত: জুন ৮, ২০২১; সময়: ৮:৪২ অপরাহ্ণ |
স্মার্টফোন কেনার জন্য শিক্ষার্থীদের ঋণ দেবে ঢাবি

পদ্মাটাইমস ডেস্ক : স্মার্টফোন কেনার জন্য শিক্ষার্থীদের ঋণ দেবে ঢাবি। আগামী ১৫ জুনের মধ্যে এ আবেদন জমা দিতে পারবে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইন ক্লাস ও পরীক্ষায় অংশ নেওয়ার জন্য স্মার্টফোন কিনতে ঋণের আবেদনপত্র জমা দিতে বলেছে।

সোনালী, জনতা এবং অগ্রণী ব্যাংকের মাধ্যমে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে আট হাজার টাকা পর্যন্ত বিনা সুদে ঋণ নিতে পারবে শিক্ষার্থীরা। যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই তাদের নতুন অ্যাকাউন্ট খুলে নিজ নিজ বিভাগকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাবির অ্যাকাউন্টস ডিরেক্টর মো. ইলিয়াস হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ জুনের মধ্যে এ আবেদন জমা দিতে পারবে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের তাদের বিভাগের মাধ্যমে ঋণ অনুমোদন কমিটিতে স্মার্টফোনের জন্য আবেদন জমা দিতে হবে।

ঋণের অর্থ বিশ্ববিদ্যালয়ে একবারে বা চারটি কিস্তিতে স্নাতক শেষ করার আগেই পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ করা না হলে কোনো সার্টিফিকেট বা প্রশংসাপত্র প্রদান করা হবে না বলেও ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ঋণের জন্য আবেদন ফর্মটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.du.ac.bd) থেকে ডাউনলোড করা যাবে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে