রাজশাহীতে আবার বাড়ল সংক্রমণ

প্রকাশিত: জুন ৯, ২০২১; সময়: ১১:৫৬ অপরাহ্ণ |
রাজশাহীতে আবার বাড়ল সংক্রমণ

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের ‘নতুন হটস্পট’ রাজশাহীতে আবার বেড়েছে সংক্রমণের হার। বুধবার দুইটি ল্যাবে রাজশাহীর ৪০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৬৯ জনের করোনা পজেটিভ এসেছে। রাতে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল দুইটি পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

এতে দেখা যায়, আগের দিনের চেয়ে ১ দশমিক ২২ শতাংশ বেড়ে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৪১ দশমিক ৮৪ শতাংশ। যা আগের দিন মঙ্গলবার ছিল ৪০ দশমিক ৬২ শতাংশ।

এছাড়াও এ জেলায় শনাক্তের হার ছিল গত বৃহস্পতিবার ৪২ দশমিক ২৮ শতাংশ, শুক্রবার ৪৯ দশমিক ৪৩ শতাংশ, শনিবার ৫০ দশমিক ২৭ শতাংশ, রোববার ৪১ দশমিক ২৯ শতাংশ এবং সোমবার ছিল ৪৫ দশমিক ০৭ শতাংশ।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, বুধবার রাজশাহীর দুই ল্যাবে ৬৫৫ জনের নমুনা পরীক্ষা করে ২৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহীর ৪০৪ জনের নমুনা পরীক্ষা করে ১৬৯ জনের পজিটিভ আসে।

এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের ২৫১ নমুনা পরীক্ষা করে ৬৩ জনের করোনা পজেটিভ এসেছে। এ জেলায় শনাক্তের হার ২৫ দশমিক ১০ শতাংশ।

  • 343
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে