রাজশাহীতে একদিনে সংক্রমণ বেড়েছে ১৬%

প্রকাশিত: জুন ১২, ২০২১; সময়: ৯:১৪ অপরাহ্ণ |
রাজশাহীতে একদিনে সংক্রমণ বেড়েছে ১৬%

নিজস্ব প্রতিবেদক : টানা তিনদিন কমার পর রাজশাহী আবারো বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। শনিবার দুইটি ল্যাবে করোনার ‘নতুন হটস্পট’ রাজশাহী জেলার ৩৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৮৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

শনিবার রাতে প্রকাশিত দুইটি পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফলে এতে দেখা যায়, আগের দিনের চেয়ে ১৫ দশমিক ৯৩ শতাংশ বেড়ে করোনা শনাক্তের হার হয়েছে ৫৩ দশমিক ৬৭ শতাংশ। যা আগের দিন শুক্রবার ছিল ৩৭ দশমিক ৭৪ শতাংশ। এর আগে গত বৃহস্পতিবার ৩৮ দশমিক ৩৪ শতাংশ এবং গত বুধবার শনাক্তের হার ছিল ৪১ দশমিক ৮৪ শতাংশ।

রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের পিসিআর সূত্রে জানা গেছে, শনিবার রাজশাহীর দুইটি ল্যাবে চার জেলার মোট ৬৫৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজেটি এসেছে ২৩০ জনের।

সূত্র জানায়, রাজশাহী জেলার ৩৪১ নমুনা পরীক্ষ করে ১৮৩ জনের করোনা পজেটিভ আসে। এছাড়াও নাটোরের ১৫০ নমুনা পরীক্ষায় ১৯, নওগাঁর চার নমুনার মধ্যে ২ জন এবং চাঁপাইনবাবগঞ্জের ১৫৮ নমুনা পরীক্ষায় ২৬ জনের করোনা পজেটিভ আসে।

  • 388
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে