পবায় আদিবাসী কমিউনিটিতে গাছের চারা বিতরণ

প্রকাশিত: জুন ২১, ২০২১; সময়: ৫:৩৫ অপরাহ্ণ |
পবায় আদিবাসী কমিউনিটিতে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবায় মুজিব বর্ষ ও বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে এবং বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আদিবাসী কমিউনিটির মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার বিকালে বস্তি উন্নয়ন ও কর্মসংস্থার বাস্তবায়নে ও এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভেলপমেন্টের সহযোগিতায় উপজেলার সন্তোষপুর এপি চার্জ মিলনায়তনে এসব ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

এপি চার্জ কমিউনিটির মন্ডল বামন বিশ^াসের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা বিশিষ্ট সমাজসেবক মকছেদ আলী, পবা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন বস্তি উন্নয়ন ও কর্মসংস্থার নিবার্হী পরিচালক হাসিনুর রহমান। অনুষ্ঠানে প্রায় দু’শোটি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে