রাজশাহীতে জলাবদ্ধতা নিরসন ও ভবন ধসের ঘটনায় মেয়রের জরুরী সভা 

প্রকাশিত: জুন ২১, ২০২১; সময়: ৮:২৮ অপরাহ্ণ |
রাজশাহীতে জলাবদ্ধতা নিরসন ও ভবন ধসের ঘটনায় মেয়রের জরুরী সভা 
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে গতকাল রবিবার ভারি বৃষ্টিপাতে রাজশাহী মহানগরীর কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়। মহানগরীর সেই জলাবদ্ধতা সমস্যা দূরকরণে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের  মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
সোমবার দুপুরে নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে আয়োজিত এক জরুরী সভায় এসব বিষয় নির্দেশনা প্রদান করেন মেয়র  লিটন। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় রাসিকের নির্মাণাধীন বিভিন্ন বহুতল ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় রাসিকের নির্মাণাধীন ১৬ তলা ‘সিটি সেন্টার’, আটতলা ‘স্বপ্নচূড়া প্লাজা’ ও আটতলা ‘দারুচিনি প্লাজাসহ অন্যান্য ভবন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় মেয়র নির্মাতা প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যেই বহুতল ভবনগুলোর নির্মাণ কাজ শেষ করার তাগিদ দেন।
সভায় রাসিকের প্যানেল মেয়র ১ ও ১২নং ওয়ার্ড সরিফুল ইসলাম বাবু, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, ইঞ্জিনিয়ারিং এডভাইজার মোঃ আশরাফুল হক, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, বহুতল ভবন নির্মাতা প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী মোঃ শামসুজ্জামান আওয়াল ও ফরিদ উদ্দিন, রাসিকের উপ-সহকারী প্রকৌশলী মীর শাহরিয়ার সুলতান পরাগ প্রমুখ উপস্থিত ছিলেন।
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে