রাজশাহীতে কমেছে শনাক্ত

প্রকাশিত: জুন ২১, ২০২১; সময়: ১০:০০ অপরাহ্ণ |
রাজশাহীতে কমেছে শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে আরও কমেছে করোনাভাইরাসের সংক্রমণ। সোমবার দুইটি ল্যাবে রাজশাহীর ৩৮৫ জনের নমুনা পরীক্ষা করে ১২৯ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

রাতে প্রকাশিত নমুনা পরীক্ষার ফলাফলে দেখা গেছে, আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬৮ শতাংশ কমে করোনা শনাক্তের হার হয়েছে ৩৩ দশমিক ৫১ শতাংশ। যা আগের দিন রোববার ছিল ৪৩ দশমিক ১৯ শতাংশ।

এর আগে শনিবার ৪৬ দশমিক ৯৯ শতাংশ, গত শুক্রবার ৩০ দশমিক ০৬, বৃহস্পতিবার ৪৩ দশমিক ৮৭, বুধবার ৪১ দশমিক ৫০, এবং মঙ্গলবার ছিল ৪৩ দশমিক ৪৪ শতাংশ।

ল্যাব সূত্রে জানা গেছে, রোববার রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল ল্যাবে ৪৬২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজেটিভ এসেছে ১৫২ জনের।

রাজশাহী ছাড়াও চাঁপাইনবাবগঞ্জে ৭৭ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। শনাক্তের হার ২৯ দশমিক ৮৮ শতাংশ। বিদেশগামী দুইজনের নমুনা পরীক্ষা করে পজেটিভ এসেছে।

  • 432
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে