রাজশাহীতে ধরা পড়ল ৭১ কেজির বাগাড়

প্রকাশিত: জুন ২১, ২০২১; সময়: ১১:৪৯ অপরাহ্ণ |
রাজশাহীতে ধরা পড়ল ৭১ কেজির বাগাড়

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছিল ৭১ কেজি ওজনের একটি বাগাড় মাছ। তবে এত বড় মাছ স্থানীয় বাজারে কেটে বিক্রি করলে সবটা বিক্রি হবে না, এই আশঙ্কায় দ্রুত একজন ব্যবসায়ীর কাছে ৯৭০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করে দেন জেলে। ওই ব্যবসায়ী সোমবার সকালে মাছটি সিরাজগঞ্জে নিয়ে ৯৫০ টাকা কেজি দরে বিক্রি করেছেন।

ওই ব্যবসায়ীর নাম আনিকুল ইসলাম (৩০)। তাঁর বাড়ি গোদাগাড়ী উপজেলার মাটিকাটা দেওয়ানপাড়া গ্রামে। তিনি বলেন, রোববার বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হরিশংকরপুর গ্রামের জেলে হাবিবুর রহমানের জালে মাছটি ধরা পড়ে। তখন বিকেল হয়ে গেছে। হাবিবুর মাছটি তাঁর কাছে ৯৭০ টাকা কেজিদরে বিক্রি করে দেন। তবে এ ক্ষেত্রে ৮ কেজি ‘ঢলন’ (উপরি) হিসেবে পান তিনি। সে হিসাবে ৮ কেজির দাম বাদ দিয়ে জেলেকে দেন ৬১ হাজার টাকা।

আনিকুল বলেন, রাতেই একটি পিকআপ ভাড়া করে তিনি মাছটি সিরাজগঞ্জের গোলচত্বরে নিয়ে যান। সোমবার সকালে সেখানে ৯৫০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করেন। তিনি বলেন, মাছটি বিক্রি করে তিনি পেয়েছেন ৬৭ হাজার ২০০ টাকা। এর মধ্যে খাজনা দিতে হয়েছে ২ হাজার ২০০ টাকা। খরচ বাদ দিলে মাছটি থেকে তাঁর বেশি লাভ হয়নি।

  • 337
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে