পবায় দেশীয় প্রজাতির মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনি

প্রকাশিত: জুন ২২, ২০২১; সময়: ৫:২৬ অপরাহ্ণ |
পবায় দেশীয় প্রজাতির মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবায় দেশীয় প্রজাতির মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনব্যাপি প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজশাহী বিভাগে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠিত হয়।

পবা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হকের সভাপতিত্বে সমাপনিতে অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা অলক কুমার সাহা, রাজশাহী বিভাগে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প পরিচালক কামরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান।

পবা উপজেলা পরিষদ হলরুমে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে প্রশিক্ষণে কৈ, তেলাপিয়া ও পাঙ্গাস মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ে বিশোদ আলোচনা করা হয়। এ প্রশিক্ষণে ২৫ জন মৎস্যচাষি অংশগ্রহণ করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে