বাঘায় স্কুল ছাত্রী অপহরণের মামলায় গ্রেপ্তার ৩

প্রকাশিত: জুন ২২, ২০২১; সময়: ৬:২১ অপরাহ্ণ |
বাঘায় স্কুল ছাত্রী অপহরণের মামলায় গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় স্কুল ছাত্রী অপহরণের মামলার তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। আগের দিন সোমবার রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মশিদপুর গ্রামের হযরত আলীর ছেলে সুজন আলী (৩০), হারু প্রামানিকের ছেলে শফিকুল ইসলাম (৩৫), ফরিদ আলীর ছেলে হৃদয় আহম্মেদ (২২)।

গত রোববার সন্ধ্যায় ওই ছাত্রী নিজ গ্রামের নানার বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিল। এ সময় তার গ্রামের মশিদপুর রাস্তার পুকুুর পাড়ে পৌঁছলে একই গ্রামের (মশিদপুর খাঁপাড়া) হাফিজুল ইসলামের ছেলে আশিক আহম্মেদ (২৫) তার ৫ থেকে ৬ জন বন্ধুর সহযোগিতায় পথরোধ করে মাইক্রোতে তুলে নিয়ে যায়। পরে ছাত্রীর ভাই রাকিবুল ইসলাম বাদি হয়ে অপহরণের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে (২১ জুন) মামলা করেন।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, স্কুলছাত্রী অপহরণ ঘটনায় দায়েরকৃত মামলায় তিনজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। স্কুল ছাত্রীকে উদ্ধারসহ অন্যদের আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে