যোগদানের দাবিতে রাবি উপাচার্য ভবনের সামনে নিয়োগপ্রাপ্তদের অবস্থান

প্রকাশিত: জুন ২২, ২০২১; সময়: ৯:৩২ অপরাহ্ণ |
যোগদানের দাবিতে রাবি উপাচার্য ভবনের সামনে নিয়োগপ্রাপ্তদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক : নিজ নিজ দপ্তরে যোগদানের দাবিতে ফের উপাচার্য ভবনের সামনে অবস্থান নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগ পাওয়া ছাত্রলীগ নেতারা। মঙ্গলবার (২২ জুন) সন্ধ্যায় সিন্ডিকেট সভা শুরুর ১ ঘণ্টা আগে তারা সেখানে অবস্থান নিয়েছেন।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উপাচার্য ভবনে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা। সন্ধ্যা ৬টার দিকে নিয়োগ পাওয়া ছাত্রলীগের নেতারা ভবনের গেটে অবস্থান নেন। এদের মধ্যে কয়েকজনকে সেখানে শুয়ে অবস্থান নিতেও দেখা যায়।

আন্দোলনকারী ছাত্রলীগ নেতা আতিকুর রহমান সুমন বলেন, আমরা এতদিন ধরে পদায়নের দাবিতে আন্দোলন করছি। এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েও প্রশাসন কিছুই করছে না। আজ সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে। আমাদের বিষয়ে চূড়ান্ত সমাধান না হওয়া পর্যন্ত সিন্ডিকেট সভা করতে দেওয়া হবে না। এর আগেও দুই দফা বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির সভা এবং একবার সিন্ডিকেট সভা আটকে দেন আন্দোলনকারীরা।

  • 207
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে