বাড়ির বাইরে যেতে মানা

প্রকাশিত: জুন ২৫, ২০২১; সময়: ১০:০৫ অপরাহ্ণ |
বাড়ির বাইরে যেতে মানা

পদ্মাটাইমস ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘কঠোর লকডাউন’ শুরু হতে যাচ্ছে। এর আওতায় জরুরি পরিষেবা ছাড়া সরকারি ও বেসরকারি সব অফিস বন্ধ থাকবে এবং জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরেও বের হওয়া যাবে না।

সোমবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে এ লকডাউন শুরু হবে। এ সময় জরুরি পণ্য পরিবহন ছাড়া সব যানবাহন চলাচলও বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজের যানবাহনগুলো চলাচল করতে পারবে। গণমাধ্যমের যানবাহন এর আওতায় পড়বে না।

এ বিষয়ে শনিবার প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানা গেছে। তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ মোকাবিলায় এর আগেও বেশ কয়েকবার কঠোর লকডাউন ঘোষণা করা হয়। জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চলে বিভিন্ন পয়েন্টে।

  • 205
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে