করোনায় একদিনে চার জেলায় ৩৯ জনের মৃত্যু

প্রকাশিত: জুন ২৮, ২০২১; সময়: ১০:৩৮ পূর্বাহ্ণ |
করোনায় একদিনে চার জেলায় ৩৯ জনের মৃত্যু

পদ্মাটাইমস ডেস্ক : গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ৭, চাঁপাইনবাবগঞ্জের ৫, নাটোর ও নওগাঁর একজন করে মারা গেছেন। এদের মধ্যে করোনা পজিটিভ হয়ে ৭ জন ও বাকি ৭ জনের মৃত্যু হয়েছে উপসর্গে। অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে ৪৮৫ জনের নমুনার মধ্যে ১৩৫ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। যা শতাংশের হার ২৭.৮৪।

চট্টগ্রাম
গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ৭ জনের। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩২৭ জনের। যা শতকরা শনাক্তের হারে প্রায় ২৮ শতাংশের বেশি। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছে ৫৭ হাজার ৯৫৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যুসহ মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৮৮ জনে।

সাতক্ষীরা
গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জনের মৃত্যু।
চুয়াডাঙ্গা
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪ জন করোনা আক্রান্ত। করোনা ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এদিকে দেশে রোববারে করোনাভাইরাস সংক্রমিত হয়ে ১১৯ জনের মৃত্যু হয়েছে। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্তের পর থেকে এখন পর্যন্ত এটাই ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক রেকর্ড মানুষের মৃত্যুর। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ২৬৮ জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ১৯ এপ্রিল এক দিনে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে