বাইরে আসা যাবে না, মাঠে থাকবে সেনা

প্রকাশিত: জুন ২৮, ২০২১; সময়: ৪:২৬ অপরাহ্ণ |
বাইরে আসা যাবে না, মাঠে থাকবে সেনা

পদ্মাটাইমস ডেস্ক : করোনাভাইরাস পরিস্থিতিতে কঠোর বিধিনিষেধের মধ্যে আগামী ১ জুলাই থেকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসা যাবে না। থাকবে আরও কিছু বিধিনিষেধ। এই নির্দেশনা কার্যকর করতে সেনাবাহিনীকে মাঠে নামানো হবে।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান। তিনি জানান, আগামী ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত সারাদেশে এই বিধিনিষেধ দেওয়া হবে। এই সময়ে ঘরের বাইরে আসা যাবে না, থাকবে না মুভমেন্ট পাসও। এই সময়ে সেনাবাহিনী মাঠে থাকবে।

গত বছরের মার্চে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত কয়েকদফা লকডাউন দিয়েছে সরকার। পরিস্থিতি কিছুটা উন্নতি হলে বিধিনিষেধ শিথিল করা হয়েছে; এমন প্রেক্ষাপটে সম্প্রতি আবারও বেড়েছে করোনার সংক্রমণ।

করোনার এমন পরিস্থিতিতে সোমবার থেকে গণপরিবহন, শপিংমল ও মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী ১ জুলাই পর্যন্ত এ বিধিনিষেধ চলবে। এরপর শুরু হচ্ছে কঠোর বিধিনিষেধ।

  • 427
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে