রাজশাহীতে এখনো ত্রিশের ঘরেই সংক্রমণের হার

প্রকাশিত: জুলাই ৩, ২০২১; সময়: ৯:০৮ অপরাহ্ণ |
রাজশাহীতে এখনো ত্রিশের ঘরেই সংক্রমণের হার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে এখনো ত্রিশের ঘরে রয়ে গেছে করোনাভাইরাসের সংক্রমণের হার। শনিবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৪৬৭ জনের নমুনা পরীক্ষা করে ১৫৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ৭ দশমিক ০৯ শতাংশ বেড়ে করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ৮৩ শতাংশ। যা আগের দিন শুক্রবার ছিল ২৬ দশমিক ৭৪ শতাংশ।

এর আগে গত বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ৪২ দশমিক ৪০ শতাংশ, গত বুধবার ছিল ৩৯ দশমিক ৯০ শতাংশ, গত মঙ্গলবার ৩২ দশমিক ০৬ শতাংশ, গত সোমবার ৩৬ দশমিক ৯২ শতাংশ, রোববার ২৭ দশমিক ৮৪ শতাংশ। এই সাতদিনে গড় সংক্রমণের হার ৩৪ দশমিক ২৪ শতাংশ।

ল্যাব সূত্র জানায়, শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল পৃথক দুইটি ল্যাবে দুই জেলার ৫৬২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজেটিভ এসেছে ১৮৬ জনের। রাজশাহী জেলা ছাড়াও চাঁপাইনবাগঞ্জের ৯৫ জনের নমুনার মধ্যে ২৮টি পজেটিভ এসেছে।

উল্লেখ্য, ঈদের পর থেকে রাজশাহীতে করোনার সংক্রমণ বাড়তে থাকে। শনাক্তের হার ৬০ শতাংশের উপরে উঠলে গত ১১ জুন সিটি করপোরেশন এলাকায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করে প্রশাসন। পরে সেটি দুই দফা বাড়িয়ে আগামী ৩০ জুন মধ্য রাত পর্যন্ত করা হয়। বৃহস্পতিবার থেকে নতুন করে সরকারি ঘোষিত সাতদিনের কঠোর লকডাউন শুরু হয়েছে।

  • 232
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে