জঙ্গি আস্তানায় সোয়াতের অভিযান

প্রকাশিত: জুলাই ১১, ২০২১; সময়: ১১:৫৮ অপরাহ্ণ |

পদ্মাটাইমস ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজারের নোয়াগাঁও এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযান শুরু করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সোয়াত টিমের সদস্যরা। এরই মধ্যে ওই আস্তানা থেকে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

নোয়াগাঁও জামে মসজিদের পাশে রোববার সন্ধ্যা থেকে ঘিরে রাখা সাদা রঙের বাড়িটিতে রাত ১১টার দিকে প্রবেশ করেছেন সোয়াতের সদস্যরা। সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রহমত উল্লাহ চৌধুরী সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

জঙ্গি তৎপাতায় জড়িত সন্দেহে ওই বাড়ির পাশের জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয়েছে বলে জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. জায়েদুল আলম।

পুলিশের দাবি, আব্দুল্লাহ আল মামুন নব্য জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য। তার সাংগঠনিক নাম ‘ডেভিড কিলার’ বা ‘আব্দুল ওয়াকিল আল খলিফা’। ওই আস্তানায় বড় ধরনের বোমা রয়েছে বলে ধারণা করছেন সিটিটিসি কর্মকর্তারা।

নাম প্রকাশে অনাগ্রহী সিটিটিসির একজন কর্মকর্তা জানান, জঙ্গি আস্তানাটি নব্য জেএমবির। গ্রেফতার মামুন নব্য জেএমবির একজন গুরুত্বপূর্ণ সদস্য। জিজ্ঞাসাবাদ করে তার সহযোগীদের শনাক্ত করার চেষ্টা চলছে। একইসঙ্গে জঙ্গি আস্তানায় কী পরিমাণ বিস্ফোরক রয়েছে, তা জানার চেষ্টা চলছে।

সিটিটিসির একাধিক কর্মকর্তা জানান, মামুন নোয়াগাঁও এলাকার একটি মসজিদের ইমাম হিসেবে কাজ করতেন। ইমামতির আড়ালে তিনি বোমা তৈরির একটি কারখানা গড়ে তোলেন। তার ওই আস্তানা থেকে তৈরি করা বোমা নিয়েই গত ১৯ মে সিদ্ধিরগঞ্জের একটি পুলিশ বক্সে বিস্ফোরণ ঘটানো হয়।

  • 100
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে