পাঁচ মাসে দেশে আসবে ২১ কোটি ডোজ টিকা

প্রকাশিত: জুলাই ২৫, ২০২১; সময়: ১০:০৮ পূর্বাহ্ণ |
পাঁচ মাসে দেশে আসবে ২১ কোটি ডোজ টিকা

পদ্মাটাইমস ডেস্ক : টিকা নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আগামী বছরের শুরুর মধ্যে অর্থাৎ আগামী পাঁচ-ছয় মাসে সব মিলিয়ে প্রায় ২১ কোটি ডোজ টিকা দেশে আসার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি। পাঁচ মাসে দেশে আসবে ২১ কোটি ডোজ টিকা শনিবার (২৪ জুলাই) বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) আয়োজিত ভার্চুয়াল আলোচনায় টিকা নিয়ে এমন সম্ভাবনার কথা জানান জাহিদ মালেক।

তিনি বলেন, সরকারের হাতে বর্তমানে এক কোটি ডোজের বেশি টিকা রয়েছে। আগামী মাসের মধ্যেই আরও দুই কোটি ডোজ টিকা দেশে চলে আসবে। এ ছাড়া, চীন থেকে তিন কোটি, রাশিয়া থেকে সাত কোটি, জনসন অ্যান্ড জনসনের সাত কোটি, অ্যাস্ট্রাজেনেকার তিন কোটিসহ আগামী বছরের শুরুর মধ্যেই সরকারের হাতে প্রায় ২১ কোটি টিকা চলে আসবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসব টিকা পেলে দেশের প্রায় ৮০ ভাগ লোককে টিকার আওতায় আনা সম্ভব হবে। এদিকে গতকাল শনিবার জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার টিকা এসেছে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের হাতে টিকাগুলো হস্তান্তর করেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

এ সময় জাপানের রাষ্ট্রদূত বলেন, আগামী এক মাসের মধ্যে আরও প্রায় ২৮ লাখ টিকা জাপান থেকে বাংলাদেশে আসবে। টিকা গ্রহণ অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সভাপতি ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা উপস্থিত ছিলেন।

জাপান কোভ্যাক্সের আওতায় ১৫টি দেশের জন্য অ্যাস্ট্রাজেনেকার এক কোটি ১০ লাখ ডোজ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে। তালিকা অনুযায়ী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৩০ লাখ ৫০ হাজার টিকা পাবে বাংলাদেশ। এরই প্রথম চালান এসেছে শনিবার।

  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে