চাঁপাই সীমান্তে মাদক কারবারিদের সংঘর্ষে বোমায় নিহত ১

প্রকাশিত: আগস্ট ১, ২০২১; সময়: ১:৫০ পূর্বাহ্ণ |
চাঁপাই সীমান্তে মাদক কারবারিদের সংঘর্ষে বোমায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ভারত সীমান্ত ঘেঁষা পদ্মার ওপারে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের জঞ্জলা পাড়ায় মাদক কারবারিদের দু’গ্রুপের দ্বন্দ্বের জের ধরে বোমা হামলায় একজন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।

নিহতের নাম জিয়ারুল ইসলাম। তিনি দূর্লভপুর ইউনিয়নের জঞ্জলা পাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। জিয়ারুল শ্যালো মেশিনের মেকানিক।

দূর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু ও পাঁকা ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন বোমায় নিহত হবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, বোমা বিস্ফোরণ ঘটালে বোমার আঘাতে জিয়ারুল হকের একটি পা হাঁটু থেকে বিচ্ছেন্ন হয়ে যায়। এ সময় তার স্বজনরা তাকে উদ্ধার করে নৌকা যোগে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পথে মারা যায়।

এ ব্যাপারে শিবগঞ্জ ওসি ফরিদ হোসেন জানান, পদ্মা নদীর ওপারে এই ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে আছে ও জিজ্ঞাসাবাদ করেছে। থানায় এখনও কোন অভিযোগ দায়ের হয়নি। মাদককে কেন্দ্র করেই এই হামলা হয়।

  • 242
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে