স্বাস্থবিধি মেনে ১১ আগস্ট থেকে চালু হচ্ছে ট্রেন

প্রকাশিত: আগস্ট ৫, ২০২১; সময়: ৯:৫০ অপরাহ্ণ |
খবর > জাতীয়
স্বাস্থবিধি মেনে ১১ আগস্ট থেকে চালু হচ্ছে ট্রেন

পদ্মাটাইমস ডেস্ক : আগামী ১১ আগস্ট (বুধবার) থেকে সীমিত আকারে স্বাস্থবিধি মেনে ট্রেন চলাচল শুরু হবে। অনলাইনে বিক্রি করা হবে ট্রেনের টিকিট। তবে চলমান লকডাউন আগামী ১০ আগস্টের পর বর্ধিত করা হলে ট্রেন চলাচল বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বাংলাদেশ রেলওয়ে সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এবারও ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে, যার পুরোটাই দেয়া হবে অনলাইনে। ৩৮ জোড়া আন্তঃনগর ও ১৯ জোড়া মেইল-কমিউটার ট্রেন দিয়ে চলাচল শুরু হবে। নিয়ম কানুন থাকবে আগের মতই।

এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় আরোপিত আগের বিধিনিষেধের ধারাবাহিকতায় নতুন দুটি শর্তে ৫ আগস্ট রাত ১২টা থেকে ১০ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত এই বিধিনিষেধ আরোপের সময়সীমা বর্ধিত করা হলো।

দুটি শর্তে বলা হয়েছে, শিল্প, কলকারখানা বিধিনিষেধের আওতাবহির্ভূত থাকবে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে।

  • 54
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে