লকডাউনে বেড়েছে মোবাইল জুয়া

প্রকাশিত: আগস্ট ৬, ২০২১; সময়: ২:২৩ অপরাহ্ণ |
লকডাউনে বেড়েছে মোবাইল জুয়া

নিজস্ব প্রতিবেদক : শহর, শহরতলি ও গ্রামাঞ্চলে কঠোর লকডাউনের মধ্যে অলস সময় কাটানো কিশোর, তরুণরা। তারা স্মার্ট ফোনে লুডু গেমের মাধ্যমে ব্যাপক হারে জুয়া খেলছে।

স্কুল-কলেজ ও কোচিং সেন্টারগুলো বন্ধ থাকায় ছাত্ররা মোবাইল ফোনে লুডু অ্যাপের এ জুয়া খেলায় আসক্ত হয়ে পড়ছে। এই লুডু গেমের পাশাপাশি মোবাইলে ফ্রি ফায়ার গেম কেন্দ্রিক জুয়া খেলার প্রবণতাও বাড়ছে।

রেল চলাচল বন্ধ থাকায় রেলস্টেশন, বাস টার্মিনাল ও গ্রামাঞ্চলে বাঁশঝাড়ের আড়ালে নিরিবিলি জায়গায় ৩ থেকে ৪ জন একসঙ্গে বসে মোবাইল ফোনে এই জুয়া খেলছে। এমনকি বিভিন্ন বাসা-বাড়িতেও স্কুলপড়ুয়া কিশোর-তরুণরা এই জুয়া খেলায় জড়িয়ে পড়ছে।

এতে প্রতিটি গেমে খেলোয়াড়রা কমপক্ষে ৫০ থেকে ৫০০ টাকা বাজি ধরছে। সারাদিন এ খেলা চলতেই থাকে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবারগুলো। জুয়ার টাকা জোগাড় করতে বিপথগামী হয়ে পড়ছে তরুণ এবং কিশোররা।

মোবাইল জুয়া কেন্দ্র করে বিভিন্ন এলাকায় গড়ে উঠছে কিশোর গ্যাং। তারা জুয়ার টাকা জোগাড় করতে নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। তবে জুয়া খেলা বন্ধে এখন পর্যন্ত কোনো প্রশাসনিক তৎপরতা নেই। অনতিবিলম্বে এসব জুয়া বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দরকার বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

এ নিষয়ে পুলিশের এক কর্মকর্তাদের ভাষ্য, পুলিশ লকডাউন বাস্তবায়নে কর্তব্যরত থাকায় অন্যদিকে নজর দেওয়ার সময় পায়নি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

  • 245
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে