রাজশাহী বিভাগে একদিনে ১৫ মৃত্যু, শনাক্ত ৬৩৭

প্রকাশিত: আগস্ট ৬, ২০২১; সময়: ৯:১৮ অপরাহ্ণ |

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৬৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নুমনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৪৮ শতাংশ। শুক্রবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্র জানিয়েছে, রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৫ জন মারা গেছেন। আগের দিন মারা গিয়েছিলেন ১৫ জন। নতুন মৃতদের মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ১১ জন মারা গেছেন। এ ছাড়া সিরাজগঞ্জ ও নাটোর ২ জন করে করোনায় মারা গেছেন। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৯৯ জন।

বিভাগে আট জেলায় সব মিলিয়ে এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বগুড়ার সর্বোচ্চ ৫৯০ জন। দ্বিতীয় সর্বোচ্চ ২৫৩ জনের মৃত্যু হয়েছে রাজশাহী জেলায়। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৪৩ জন, নওগাঁয় ১২৩ জন, নাটোরে ১২৯ জন, সিরাজগঞ্জে ৭৫ জন, জয়পুরহাটে ৫২ জন ও পাবনায় ৩৪ জনের করোনায় মৃত্যু হয়েছে।

গত বছরের ২৬ এপ্রিল রাজশাহী বিভাগে প্রথম করোনায় মৃত্যু হয়। এর মধ্যে গত বছর বিভাগে মোট ৩৬৬ জন মারা যান। আর চলতি বছরে এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৩৩ জন। এর মধ্যে জুন মাসে ৩২৬ জন। জুলাই মাসে মারা গেছেন সর্বোচ্চ ৪৪৪ জন। অর্থাৎ জুন ও জুলাই মাসে চলতি বছরে মোট মৃত্যুর প্রায় ৮০ শতাংশ মানুষ করোনায় মারা গেছেন। আর আগস্ট মাসের ৬ দিনে মারা গেলেন ৮১ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার জানিয়েছেন, রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর, র‌্যাপিড অ্যান্টিজেন ও জিন-এক্সপার্ট যন্ত্রে মোট ৩ হাজার ৮৬৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ৬৩৭ জন। এর আগের ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৬২ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয়েছিল ৬৮৬ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৩১ শতাংশ। অর্থাৎ বিভাগে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা কমেছে।

নতুন সংক্রমিত ৬৩৭ জনের মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ ২১৫ জন, সিরাজগঞ্জে ১৪৩ জন, পাবনায় ১১০ জন, বগুড়ায় ৯২ জন, নাটোরে ৪২ জন, নওগাঁয় ২৩ জন, জয়পুরহাটে ৭ জন ও চাঁপাইনবাবগঞ্জে ৫ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ হাজার ৩৫৮।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৭১ জন। আগের দিন সুস্থ হয়েছিলেন ৬৪৮ জন। এ নিয়ে বিভাগে মোট ৬৪ হাজার ৩৬৭ জন সুস্থ হয়েছেন। বর্তমানে বিভাগের ৮ জেলায় হাসপাতালে ১২ হাজার ৮৮৫ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩১ জন। বিভাগে হাসপাতালের বাইরে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১০ হাজার ১০৬ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার বলেন, ঈদের পর থেকে বিভাগে ধীরে ধীরে করোনার সংক্রমণ হার কিছুটা কমছে। বিশেষ করে কয়েকটি জেলায় এ প্রবণতা দেখা যাচ্ছে। কিন্তু মৃত্যু আগের মতোই রয়ে গেছে। হাসপাতালগুলোতেও রোগীর চাপ কিছুটা কমেছে। সংক্রমণ হার কিছুটা কমলেই পরিস্থিতিকে ভালো বলার উপায় নেই। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে এবং টিকা নিতে হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে