পরীমনির কস্টিউম ডিজাইনার জিমিও গ্রেপ্তার

প্রকাশিত: আগস্ট ৬, ২০২১; সময়: ১১:১৮ অপরাহ্ণ |
পরীমনির কস্টিউম ডিজাইনার জিমিও গ্রেপ্তার

পদ্মাটাইমস ডেস্ক : চিত্রনায়িকা পরীমনি গ্রেপ্তার হওয়ার দুই দিনের মাথায় তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের যুগ্ম-কমিশনার হারুন অর রশীদ শুক্রবার রাতে এক ব্রিফিংয়ে বলেন, গুলশান থেকে গ্রেপ্তার করে জিমিকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করার প্রস্তুতি চলছে। এর আগে সন্ধ্যায় ঢাকার পান্থপথ থেকে পরীমনির ঘনিষ্ঠ নির্মাতা চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

চয়নিকাকে ছেড়ে দেওয়া হবে জানিয়ে যুগ্ম-কমিশনার হারুন বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যখন ডাকা হবে তখন আসার শর্তে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হবে।

পরীমনি গত জুনে মাসে ঢাকা বোট ক্লাবে গিয়ে ‘নির্যাতন ও ধর্ষণচেষ্টার শিকার’ হওয়ার অভিযোগ তোলার পর জিমির নামও আলোচনায় আসে। জিমিও সেদিন বোট ক্লাবে পরীমনির সঙ্গে ছিলেন। ১৩ জুন প্রথমে ফেইসবুক পোস্টে এবং সেই রাতেই বনানীতে নিজের বাসায় সংবাদ সম্মেলন করে আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ এবং জিমির পরিচিত তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে ওই অভিযোগ তোলেন পরীমনি ।

পরদিন তিনি সাভার থানায় মামলা করলে ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (বিনোদন ও সংস্কৃতি) উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ এবং ট্র্যাভেল এজেন্সির ব্যবসায় জড়িত তুহিন সিদ্দিকী অমিকে গ্রেপ্তার করে পুলিশ। অবশ্য পরে তারা জামিন পেয়ে যান।

পরীমনির বনানীর বাসায় সেই সংবাদ সম্মেলনে জিমিকে উপস্থিত ছিলেন। বোটক্লাবের ঘটনার একজন প্রত্যক্ষদর্শী হিসেবে তিনি পরীমনিকে ‘মারধরের’ ঘটনা এবং নিজেও মারধরের শিকার হওয়ার কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেছিলেন।

  • 538
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে