নওগাঁয় গণটিকাদান কার্যক্রম

প্রকাশিত: আগস্ট ৭, ২০২১; সময়: ২:২৭ অপরাহ্ণ |
নওগাঁয় গণটিকাদান কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : আজ ৭আগস্ট সকাল ৯টা থেকে নওগাঁয় শুরু হয়েছে গণটিকাদান কার্যক্রম। ক্যাম্পেইনের আওতায় সমগ্র নওগাঁয় আপাতত একদিন (৭আগস্ট) ভ্যাকসিন দেওয়া হবে। তারপর আবার ক্যাম্পেইন চালু হবে। তবে চলমান টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আজ পরীক্ষামূলক দেওয়া হবে আর ১৪আগস্ট থেকে গণহারে টিকা কার্যক্রম শুরু।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে গণহারে টিকা কার্যক্রম পরিচালনায় ৭আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশব্যাপী ৬ দিনের ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্যোগ নেওয়া হলেও হঠাৎ করেই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। ৬ দিনের পরিবর্তে এখন মাত্র একদিন করা হবে এই ক্যাস্পেইন।

নওগাঁর ১১টি উপজেলা ও ৩টি পৌর সভার মোট ১১৩টি কেন্দ্রে একদিনের জন্য এই কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছে সিভিল সার্জন ডা: এবিএম আবু হানিফ। প্রতিটি কেন্দ্রে ৬শত টিকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে টিকার সংখ্যা সীমিত হওয়ার জন্য অনেকেই কেন্দ্রে এসে টিকা না পেয়ে ফিরে যাচ্ছেন। অপরদিকে শহরের বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শণ করেছেন জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া, সিভিল সার্জনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

  • 320
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে