পোরশায় গণটিকা কেন্দ্রে নারী-পুরুষের ভিড়

প্রকাশিত: আগস্ট ৭, ২০২১; সময়: ২:৪৬ অপরাহ্ণ |
পোরশায় গণটিকা কেন্দ্রে নারী-পুরুষের ভিড়

নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশা উপজেলার ইউনিয়ন গণটিকা কেন্দ্রগুলিতে নারি-পুরুষের ভিড় লক্ষ করা গেছে। অনেকে টিকা নিতে সকাল থেকেই টিকা কেন্দ্রের লাইনে দাড়িয়েছেন। এ উপজেলার ছয় ইউনিয়নের ছযটি কেন্দ্রে সকাল ৯টা থেকে একযোগে টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে।

টিকা কেন্দ্রে পুরুষের চেয়ে নারীদের সংখ্যা বেশী লক্ষ্য করা গেছে। তবে নিবন্ধন করেননি এমন ব্যক্তিরাও টিকা কেন্দ্র গেছেন। তবে অনেকে তাদের ভোটার আইডি কার্ড সাথে নিয়ে এসেছেন বলে জানাগেছে। তবে নিবন্ধন না থাকায় এবং নারি-পুরুষের সংখ্যা বেশী হওয়ায় টিকা না পেয়ে অনেকই বাড়ি ফিরে গেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমৃকর্তা ডাঃ মাহবুব হাসান জানান, উপজেলার ছয়টি ইউনিয়নের ছয়টি কেন্দ্রে সকাল থেকে একযোগে টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। এসব কেন্দ্রে ৬০০ জন করে টিকা পাবেন। এ টিকাদান কার্যক্রম শুধু একদিনের জন্য বলে জানান তিনি।

ইউএনও নাজমুল হামিদ রেজা জানান, টিকাদানে বৃদ্ধ, প্রতিবন্ধি ও নারীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। তিনি সব কয়টি কেন্দ্র ঘুরে দেখেছেন এবং সকাল থেকেই টিকা কেন্দ্রে অনেক নারি-পুরুষ উপস্থিত হয়েছেন। তবে শুধু আজ ৩ হাজার ৬০০জনকে টিকা প্রদান করা হবে বলে। এছাড়াও এই টিকাদান কর্মসূচিকে তিনি পরীক্ষা মুলক বলে জানান। আগামীতে আরও ভাল করে সকলকে টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে বলেও তিনি জানান।

উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী জানান, তিনি কয়েকটি টিকাদান কেন্দ্র ঘুরে দেখেছেন। টিকাদান কেন্দ্রে মানুষের উপস্থিতি সন্তোষ জনক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের দিক নির্দেশনায় টিকাদান কর্মসূচি এ উপজেলায় সুষ্ঠভাবে সম্পন্ন হবে এবং আগামীতে কেউ টিকা গ্রহণ থেকে বাদ পড়বেনা বলে তিনি জানান।

  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে