রাজশাহীতে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে জেলা প্রশাসনের সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: আগস্ট ৮, ২০২১; সময়: ৮:৪৯ অপরাহ্ণ |
রাজশাহীতে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে জেলা প্রশাসনের সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক : বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও অস্বচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

৮ আগস্ট রবিবার সকাল ১০:৩০ টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহীর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি রাজশাহীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও অস্বচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী, মহিয়সী নারী, বাঙালির সকল লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী বাংলাদেশের ফার্স্ট লেডি বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ডা হুমায়ন কবির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, নগর আওয়ামী লীগের সহ সভাপতি শাহিন আক্তার রেনী, অরিএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

  • 387
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে