আবারও পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা

প্রকাশিত: আগস্ট ৯, ২০২১; সময়: ১০:৪৬ অপরাহ্ণ |
আবারও পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা

পদ্মাটাইমস ডেস্ক : মুন্সীগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নিয়ন্ত্রণ হারিয়ে আবারও পদ্মাসেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দিয়েছে। সোমবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ট্রাক ছিটকে পড়ে দুটি প্রাইভেট কারকে ধাক্কা দিলে আহত হন বেশ কয়েকজন।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ তাজুল ইসলাম জানান, মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে পিলারের পাইল ক্যাপ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঢালাই ভেঙে গিয়ে দেখা যাচ্ছে রডও। ফেরিতে থাকা গমবোঝাই ট্রাক প্রাইভেটকারের ওপর পড়লে আহত হন চার থেকে পাঁচজন যাত্রী। এতে ফেরির তলায় কিছু অংশ ছিদ্র হয়েছে। ফেরিটি বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাটের দিকে আসছিল।

এর আগে ২৩শে জুলাই পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারে ধাক্কা লেগে তলা ফুটো হয়ে যায় রো রো ফেরি শাহ মখদুমের। তিনদিন পর সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লাগে ফেরি শাহ জালাল।

এসময় ফেরিতে থাকা ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হন। এ ঘটনায় ফেরির মাস্টার আবদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। সেতুর পিলারে ধাক্কা দেয়ার ঘটনায় ফেরির মাস্টার ও সুকানির অদক্ষতা ও অসর্তকতায় দুর্ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে জানায় তদন্ত কমিটি।

  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে