নাটোরে করোনা ও উপসর্গে ৫ জনের মৃত্যু

প্রকাশিত: আগস্ট ১০, ২০২১; সময়: ১:২৪ অপরাহ্ণ |
নাটোরে করোনা ও উপসর্গে ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নাটোর : গত ২৪ ঘন্টায় নাটোর সদর হাসপাতালে করোনা ও উপসর্গে ৫ জনের মৃত্যু হয়েছে। এদের ৪ জন করোনায় এবং ১ জন উপসর্গে।

এসময় নতুন আক্রান্ত ৪৪ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫১ জনের। সংক্রমনের হার গত দিনের চেয়ে ৬.০১ শতাংশ বেড়ে হয়েছে ২৯.১৩ শতাংশ। সোমবার সংক্রমনের হার ছিল ২৩.১২ শতাংশ।

এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৭৩৮৩ জন। সদর হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৪ জন। সুস্থ্য হয়েছেন ২৯২৯ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৪২৮৪জন। এপর্যন্ত জেলায় করোনায় মোট মৃত্যু ১৩৭ জন।

জেলার সিভিল সার্জন জানিয়েছেন,গত ২৫ জুলাই থেকে ঢাকার সেন্ট্রাল ল্যাবের আরটিপিসিআরে পাঠানো নমুনার রেজাল্ট পাওয়া যাচ্ছেনা। ফলে জেলার প্রকৃত আক্রান্তর রেজাল্ট থেকে বঞ্চিত হচ্ছে মানুষ।

তিনি জানান, এই সময়ে ঢাকার সেন্ট্রাল ল্যাবে পড়ে রয়েছে ১৪৭১ জনের নমুনা।

  • 39
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে