রাণীনগরে অস্ত্র মামলার পলাতক আসামীসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: আগস্ট ১০, ২০২১; সময়: ৫:৩৪ অপরাহ্ণ |
রাণীনগরে অস্ত্র মামলার পলাতক আসামীসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে অস্ত্র মামলার পলাতক আসামী মিলন হোসেন (২৯) কে গ্রেফতার করেছে। দীর্ঘ ৭ বছর পর তাকে মঙ্গলবার দুপুরে গ্রেফতার করা হয়। মিলন উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত ইয়ার উদ্দীনের ছেলে।

রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ জানান,গত ২০১৪ ইং সালে দিনাজপুর জেলার বিরামপুর থানায় অস্ত্র আইনে মিলনের বিরুদ্ধে মামলা হয়। এর পর থেকে সে পলাতক ছিল। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে উপজেলার বড়বড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার মিলনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে, নওগাঁর রাণীনগরের আলোচিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল হক হুকা (৫৪) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে নেশা জাতীয় ১৩ পিস এ্যাম্পুলসহ তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার মোজাম্মেল উপজেলা সদর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মৃত মকিম উদ্দিনের ছেলে।

রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় সদরের রেলগেটের পেট্রল পাম্প এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় আলোচিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল হক হুকাকে গ্রেফতার করে। গ্রেফতারকালে তার কাছ থেকে নেশা জাতীয় ১৩ পিস এ্যাম্পুল,মাদক বিক্রির ২০০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে মামলা রুজু করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

ওসি মো: শাহিন আকন্দ আরো জানান, মোজাম্মেল হক হুকার বিরুদ্ধে রাণীনগর এবং নওগাঁ সদর থানাসহ একাধিক থানায় মাদক,চুরি ও বিভিন্ন অভিযোগে ১১ টি মামলা রয়েছে।

  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে