শিবগঞ্জে পদ্মায় ভাঙনে ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ এমপির

প্রকাশিত: আগস্ট ১০, ২০২১; সময়: ৫:৪৯ অপরাহ্ণ |
শিবগঞ্জে পদ্মায় ভাঙনে ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ এমপির

নিজস্ব প্রতবিদেক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে পদ্মায় ভাঙনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে দক্ষিণ পাঁকা এলাকায় দুই শতাধিক পরিবারের মাঝে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এ সময় বলেন, পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন প্রকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক দৃষ্টি রাখছেন। তিনি বলেন, সরকারি পর্যায়ে পদ্মার ভাঙনে বসত-ভিটাহারাদের তালিকা তৈরি করা হচ্ছে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ভাঙনরোধে ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছেন।

জেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হয়। পাঁকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে