সুজানগরে শিশু ধর্ষণ চেষ্টাকারী গ্রেপ্তার

প্রকাশিত: আগস্ট ১০, ২০২১; সময়: ৫:৫৪ অপরাহ্ণ |
সুজানগরে শিশু ধর্ষণ চেষ্টাকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : সুজানগরে সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় একমাত্র আসামি আব্দুল কাদেরকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাত ১০টার দিকে পৌর এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে গত রবিবার ভুক্তভোগী শিশুটির পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে কাদের পলাতক ছিলেন।

গ্রেফতার আব্দুল কাদের আতাইকুলা থানার আড়িয়াডাঙ্গি গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে। সুজানগর থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুস জানান, আব্দুল কাদের মামলার পর থেকে পলাতক ছিল। তথ্য প্রযুক্তির ব্যবহার করে সুজানগর থেকে ঢাকা পালিয়ে যাওয়ার পথে পৌর এলাকার বেগুর মোড় থেকে কাদেরকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলা সুত্রে জানা যায়, গত রবিবার বেলা ১১টার দিকে শিশুটি সাতবাড়ীয়া বাজার থেকে নিজ বাড়ি যাবার পথে গ্রেফতারকৃত আসামি আব্দুল কাদের বিস্কুট দেবার কথা বলে শিশুটিকে কৌশলে তার দোকানের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

এ সময় শিশুটি চিৎকার দিয়ে কান্নাকাটি করলে ঘটনাস্থলে লোকজন জড়ো হয়ে দোকানের শাটার খুলে শিশুটিকে উদ্ধার করলেও অভিযুক্ত কাদের পালিয়ে যায়।

  • 130
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে